রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির একপ্রকার ডান হাত ছিলেন প্রকাশ শাহ।
তাঁর বিশাল সাম্রাজ্য রক্ষার জন্য নির্ভরযোগ্য মানুষদের মধ্যে অন্যতম এই প্রকাশ শাহ। তিনি ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট।
এমন একটি ঘটনা সম্প্রতি ঘটেছে, যা শুনলে চোখ কপালে উঠবে আপনার।
প্রকাশ শাহ তার বিলাসবহুল জীবন ত্যাগ করে নাকি সন্ন্যাস গ্রহণ করেছেন! ৭৫ কোটি টাকার বার্ষিক বেতনের চাকরি ছেড়ে তিনি এখন খালি পায়ে হেঁটে সাদা পোশাকে জীবনযাপন করছেন সাধু-সন্তদের বেসে।
প্রকাশ শাহের মেধা জানলেও রীতিমতো অবাক হবেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ গ্রাজুয়েশন পাস করে পরবর্তীতে আইআইটি বোম্বে থেকে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিলেন। প্রকাশ শাহ কর্মজীবনের শুরু থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী ও কঠোর পরিশ্রমী। তাঁর দক্ষতার জেরেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রজেক্ট ডিভিশনের শীর্ষ পদে উঠে আসেন তিনি।
রিলায়েন্স সূত্রে খবর, জামনগরের পেটকোক গ্যাসিফিকেশন প্রজেক্ট থেকে শুরু করে পেটকোক মার্কেটিং, সবেতেই জুরিমেলা ভার ছিল প্রকাশ শাহর। জীবনের শিখরে পৌঁছেছিলেন তিনি। তা সত্বেও প্রকাশ যেন পাচ্ছিলেন না জীবনের আসল মজা। সেকারণে বেছে নিলেন মহাবীর জয়ন্তীকে। ওই দিন তিনি ও তাঁর স্ত্রী সন্ন্যাস গ্রহণ করলেন সন্ন্যাস। দীক্ষা নেওয়ার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন অনেকদিন আগেই। করোনা মহামারীর কারণে পিছিয়ে যায় তার সেই পরিকল্পনা। এবারে তিনি সন্নাসী হলেন। যানবাহন ছাড়া খালি পায়ে হেঁটে ভিক্ষা করেই বর্তমানে জীবনযাপন করছেন তিনি।
প্রকাশ শাহের বর্তমানে দুই পুত্র রয়েছে বলে জানা গেছে। ছেলেদের একজন ইতিমধ্যেই গ্রহণ করে ফেলেছে সন্ন্যাস। আর অন্য ছেলে বিবাহিত। সেই ছেলের ঘরে রয়েছে এক সন্তান। ৭৫ কোটি টাকার চাকরি ও বিলাসবহুল জীবন ছেড়ে প্রকাশের এই সন্নাস গ্রহণ আলোরণ ফেলেছে সর্বত্র।