আজ ৮ জুলাই গাজীপুর জেলার সদর সার্কেল অফিস অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, গাজীপুর। সার্কেল অফিসে আগমন করলে পুলিশ সুপার’কে ফুলেল শুভেচ্ছা জানান জনাব লিপি রানী সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, গাজীপুর।
পুলিশ সুপার, গাজীপুর সার্কেল অফিসে কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন এবং তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনেন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরিদর্শন কালে সার্কেল অফিসের সকল রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় জনাব খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), গাজীপুরসহ সার্কেল অফিসে কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।