গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকায় মোস্টওয়ান্টেডভুক্ত হৃদয়কে গ্রেফতার করেছে থানা পুলিশ।শনিবার ১২-জুলাই/২৫ দিবাগত রাতে তাকে গোবিন্দগঞ্জ পৌরশহরের বর্ধনকুঠি খানাবাড়ী এলাকা থেকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম এইচ.এম. মোহতাসিম ফুয়াদ ওরফে হৃদয়কে গ্রেফতার করে।
সে শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের পরিদর্শক মাহবুবার রহমানের বড় ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই সেলিম রেজা, আপেল মাহমুদসহ সঙ্গীয় ফোর্স।
থানা সূত্রে জানা যায়, এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় সে একাধিক মামলায় জড়িয়ে যায়। থানায় রেকর্ডভুক্ত তার প্রথম মামলা রুজু হয় ২০১৯ সালের ৫ এপ্রিল। ১৮৬০ সালের ৩৪২,৩৮৫,৩৪ ধারায় মামলা নং-৬/১৯। এরপর ধারাবাহিকভাবে একই বছরের ১ নভেম্বর মামলা নং ১/১৯, ২০২০ সালের ৬ নভেম্বর মামলা নং ১৪/২০,১৬/১১/২০ইং সালের মামলা নং ৪৫/২০, ২০২১ সালের ২৩ মার্চ মামলা নং ৫২/২১, বর্তমানে সে ২০২৪ সালের ৭ নভেম্বর মামলা নং ৯/২৪ এবং ২৫ সালের ২৩ জুন মামলা নং ৫১/২৫ এর এজাহারনামীয় অভিযুক্ত।
হৃদয়কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।