ঢাকার রমনা পার্ক সংলগ্ন ইউরো এশিয়ানো রেস্টুরেন্টে এক বর্ণিল আয়োজনে বাংলাদেশ নদী পরিবেশ সুরক্ষা অধিকার সমাজের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের মাননীয় উপদেষ্টা বিচারপতি সিকদার মকবুল হক। তিনি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে নদী ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে নবগঠিত নেতৃত্বকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম রবি। তিনি নবনির্বাচিত নেতাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে দেশের নদী রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
ভাইস চেয়ারম্যান এপেক্স শাহীন
ভাইস চেয়ারম্যান বিলকিস সুলতানা
সমাজকল্যাণ সচিব জোবায়ের আহম্মেদ
শিক্ষা বিষয়ক সচিব সামীম আহমেদ
ক্রীড়া বিষয়ক সচিব শফিকুল ইসলাম আলম
সহকারী মহাসচিব মুরশিদ রানা
সাংগঠনিক সচিব ও বিশিষ্ট অভিনেতা এ বি বাদল
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক সচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মোঃ আল মামুন,
ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হাসান চৌধুরী,
নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইব্রাহীম খলীল ও সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম মাসুদ ভূঁইয়া,
গাজীপুর জেলার সভাপতি মোমেনুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম এবং সাংগঠনিক সম্পাদক সামীম ইকবালসহ অন্যান্য জেলার নেতৃবৃন্দ।
শপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির ১৯ সদস্যবিশিষ্ট একটি আংশিক তালিকা ঘোষণা করা হয়। এ সময় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জ ও জামালপুর জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন কমিটির মূল প্রত্যয় ছিল— “নদী রক্ষা মানেই ভবিষ্যৎ রক্ষা”। সে লক্ষ্যে সচেতনতা, আন্দোলন ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশকে একটি সবুজ ও নিরাপদ পরিবেশ উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।