বাকলিয়া থানার এসআই মোঃ ফরহাদ মহিম, এসআই মোঃ নিজাম উদ্দিন, এএসআই সাইফুল আলম , এএসআই জিয়াউর রহমান, এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আজ ২১জুলাই ২০২৫খ্রি. রাত অনুমান ০০.১৫ ঘটিকা হতে সকাল ০৭.৩০ ঘটিকা পর্যন্ত বাকলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর সাজা-১০৪৬/৯৮, দায়রা-৩৩২/০১ প্রসেস নং-৮০/২৫ মূলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ০১। মোঃ জাহাঙ্গীর আলম, পিতা-আবদুল মাবুদ, সাং-বৌবাজার, থানা-বাকলিয়া, জেলা- চট্টগ্রাম এবং জিআর সাজা-১০৪৬/৯৮, দায়রা-৩৩২/০১, প্রসেস নং-৭৯/২৫ মূলে আসামী ০২। আবদুল আলীম প্রঃ আবদুল হালিম, পিতা-হাজী মোক্তার হোসেন প্রঃ মতিউর রহমান, সাং- মাষ্টার কলোনী, তক্তারপুল, থানা-বাকলিয়া, জেলা- চট্টগ্রাম দ্বয়কে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।