গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজে ইউনিয়নের চকমাকড়া আর্দশ গ্রামের মৃত ছাইদুর ইসলাম ফইম উদ্দিনের বসতবাড়ি পুড়ে ভুস্মীভুত হয়েছে।
গতকাল রাএী ৩.০০ ঘটিকায় গোয়াল(ধুয়ার পুর)ঘরে লাগা আগুনে দুটি দুধের গাভী মারা যায়। দুটি দুধ বাছুর প্রাণে রক্ষা পেলেও একটি বাছুর অগ্নি দগ্ধ হয়ে প্রায় শরীরের ৫০%পু্ড়ে যায়। স্হানীয় জনগণ বাড়িতে আগুন দেখে এগিয়ে আসলে প্রথমে বাড়ির লোকজনকে সরিয়ে একটি মোটরসাইকেল ও একটি ফ্রিজ রক্ষা করলেও বাড়িতে থাকা কোন আসবাবপএ উদ্ধার করতে পারিনি।
এদিকে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীদের সাথে যোগাযোগ করা হলে তারা পুড়ে যাওয়া অবশিষ্ট আগুন নিভাতে সক্ষম হোন।
আগুনে পুড়িয়ে যাওয়া বসতবাড়িতে থাকা কিছু মহা মূল্যবান কাগজ পএ, চাল,ব্যবহৃত কিছু কাপড়, আসবাব পএসহ থাকা দুটি ঘরের টিনের চালা পুড়িয়ে ছাই হয়ে যায়। বাড়ির মালিককে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ক্ষতির পরিমাণ প্রায় ৮/১০ লক্ষ টাকার বেশি।