গাইবান্ধা-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য শাহ সরওয়ার কবীরকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার ১৫-এপ্রিল রাত৯.০০টায় দিনাজপুর পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে রাত ৯.০০টার পর তাকে গ্রেফতার করা হয়।
দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ মারুফাত হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ্ সরওয়ার কবীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সরওয়ার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদেও ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সরওয়ার গত ১ মার্চ থেকে দিনাজপুর শহরের ইদগাহবস্তী এলাকায় তার ভগ্নিপতি দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপ-বিদ্যালয় পরিদর্শক আলতাফ হোসেনের বাড়িতে আত্মগোপনে ছিলেন । রাত সোয়া ৯টার দিকে তাঁকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, সাবেক এমপি শাহ সরওয়ার কবীর একাধিক মামলার আসামি। দিনাজপুরে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় বিস্ফোকদ্রব্য আইন, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।