জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (দ্বিতীয় পর্যায়)” শীর্ষক প্রকল্পে নানাবিধ অনিয়ম, বিধি-বহির্ভূত কার্যক্রম পরিচালনা ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে তথ্য আপা প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। অত:পর টিম প্রকল্পের বিভিন্ন ব্যয় সংক্রান্ত নথিপত্র, প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ দলিলাদি সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্রসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনাপূর্বক এবং তথ্য ও প্রাপ্ত প্রমাণাদি বিশ্লেষণপূর্বক টিম কর্তৃক কমিশন বরাবর একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে