গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডসহ সারাদেশে সাংবাদিক হত্যা, গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে এবং সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবিতে টঙ্গী পূর্ব থানার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি ও গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি-এর যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়
বিশেষ প্রতিনিধি
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ফয়েজুর রহমানসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
প্রতিবাদ সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন—
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান সুমন চৌধুরী, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. কাজল খান, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ রাজু আহম্মেদ তাইজুল, সাংবাদিক আবু সালেহ মুছা, মোস্তাকিম খান বাংলাদেশ সাংবাদিক জোট গাজীপুর মহানগর, সাংবাদিক মানিক হোসেন বিজয়, পলাশ সরকার সাংবাদিক পাপেল, সাংবাদিক নুরুজ্জামান শেখ যুগ্ম আহবায়ক বাংলাদেশ সাংবাদিক জোট গাজীপুর মহানগর, সাংবাদিক জাকারিয়া, সাংবাদিক আমান উল্লাহ আমান, সাংবাদিক সুলতানা সরকার, সাংবাদিক নয়ন মনির, সাংবাদিক অপু, সাংবাদিক রেজা, সাংবাদিক মুন্নী এবং সাংবাদিক মুক্তা রীনা প্রমুখ।