অদ্য ১৩-০৮-২০২৫ খ্রি: তারিখে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে সিটিএসবির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ড.মোঃ নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
এসময় কমিশনার মহোদয় বলেন “সাম্প্রতিক সময়ের অপরাধ প্রবণতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সিটিএসবি সদস্যদের আরও দক্ষতা, পেশাদারিত্ব এবং সচেতনতা নিয়ে কাজ করতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহারই পারে আমাদের নগরবাসীকে নিরাপদ রাখতে।’’
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও গাজীপুর সিটিএসবি শাখার অন্যান্য কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ।