উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারগঞ্জ, জামালপুর -এ চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিম প্রথমে ছদ্মবেশে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনপূর্বক রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান ও খাবারের মান সম্পর্কে ধারণা গ্রহণ করে। পরবর্তীতে ইসিজি, এক্সরে সংক্রান্ত সেবা পর্যবেক্ষণ করা হয়। এছাড়াও, স্বাস্থ্য কমপ্লেক্সের পয়ঃনিষ্কাশন ও সার্বিক পরিচ্ছন্নতার অবস্থা সরেজমিন যাচাই করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়। রোগীদের জন্য ডায়েট স্কেল অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। অভিযানকালে সংগৃহীত তথ্যাবলির প্রেক্ষিতে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।