গত ১৯/০৮/২০২৫ খ্রিঃ তারিখে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন অফিস পরিদর্শন করেন হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) জনাব ইমতিয়াজ আহমেদ বিপিএম, পিপিএম মহোদয় ।
পরিদর্শনকালে তিনি রিজিয়নের সকল থানা/ক্যাম্পের অফিসার ইনর্চাজ এবং বিভিন্ন পদবীর প্রতিনিধি পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। তিনি হাইওয়ে পুলিশ সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতঃ দূর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা ও সেবামূলক কার্যক্রম বৃদ্ধি করতে উদ্বুদ্ধ করেন। পুলিশ সদস্যদের ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করে সততা,নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে অগ্ৰনী হয়ে, হাইওয়ে পুলিশ তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি রক্ষায় নিবেদিত হওয়ার আহ্বান জানান। মহাসড়কে সকল ধরনের অনিয়ম-দুর্নীতি থেকে পুলিশ সদস্যদের নিবৃত থাকার পরামর্শ প্রদান করেন, পাশাপাশি কোন পুলিশ সদস্য অনিয়মের সাথে সংশ্লিষ্ট হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্ৰহনের প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত অফিসার ও ফোর্স তার নিকটে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ যথাযথ ভাবে প্রতিপালনের অঙ্গীকার ব্যক্ত করেন।