কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অস্তিত্বহীন ভুয়া মিনি স্টেডিয়াম নির্মাণ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে টিম উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। পরবর্তীতে টিম সরেজমিনে মিনি স্টেডিয়াম পরিদর্শন করে। অভিযোগের বিষয়ে প্রাসঙ্গিক রেকর্ডপত্র/তথ্যাদি দ্রুতই টিমকে সরবরাহ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বস্ত করেন। তবে প্রাথমিক বক্তব্যসমূহের পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়েছে। সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পূর্ণাঙ্গরূপে পর্যালোচনা শেষে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে