জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর স্থলবন্দর সোমবার (২৫ আগস্ট) বিকেলে পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাই কমিশনার শ্রী চন্দ্র শেখর।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য কার্যক্রম আরও সহজতর ও কার্যকর করার লক্ষ্যে তিনি ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থলবন্দর ঘুরে দেখছেন। এর অংশ হিসেবে দুপুর আড়াইটার দিকে তিনি ধানুয়াকামালপুর স্থলবন্দরে পৌঁছান।
পরিদর্শনকালে স্থানীয় আমদানি ও রপ্তানিকারক ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় দুই দেশের বাণিজ্য প্রসার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সহকারী হাই কমিশনার শ্রী চন্দ্র শেখর বলেন, “বাংলাদেশ ও ভারতের সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। আশা করছি ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ধানুয়াকামালপুর স্থলবন্দরের ইনচার্জ আব্দুল হান্নান, আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, শুল্ক কর্মকর্তা নারায়ণ চন্দ্র সাহা, কাস্টমস কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি।