সাব-রেজিস্ট্রারের কার্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ -এ জমি রেজিস্ট্রির কাজে ঘুস দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দলিলের নকল তুলতে আগত কয়েকজন সেবাগ্রহীতার সাথে আলাপ করে প্রাথমিকভাবে তথ্য মেলে যে, দলিল রেজিস্ট্রেশনের দিন সাব-রেজিস্ট্রারসহ অন্যান্য কর্মকর্তারা পারস্পরিক যোগসাজশে অতিরিক্ত অর্থ গ্রহণ করে থাকেন। তবে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ অভিযানের সময় পাওয়া যায়নি। অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, যা পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।