সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলাস্থ ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেট হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে সরেজমিন পরিদর্শনকালে দেখা যায় যে, হাসপাতালের ভর্তিকৃত রোগীদের যথাসময়ে খাবার সরবরাহ করা হয় না এবং সরবরাহকৃত খাবারের মান নিম্নমানের, যা রোগীদের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। এছাড়া সরকারি ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকা সত্ত্বেও বিভিন্ন অজুহাতে সেগুলো রোগীদের না দিয়ে বাহির থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয়। এমনকি সরকারি ওষুধ সমহারে বিতরণও করা হয় না মর্মে তথ্য পায় দুদক। এছাড়াও অভিযানকালে হাসপাতালে কর্মরত কিছু স্টাফের অনিয়মের চিত্র পাওয়া যায়। বিশেষ করে একজন এম্বুলেন্স চালক দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে থেকে কোন প্রকার নিয়ম-নীতি অনুসরণ না করে এম্বুলেন্স পরিচালনা করে আসছেন এবং প্রয়োজনীয় লগবই যথাযথভাবে হালনাগাদ করেননি মর্মে তথ্য-প্রমাণ পাওয়া যায়। এসব নিয়মবহির্ভূত কর্মকাণ্ড রোগীদের সেবাপ্রাপ্তিতে ভোগান্তি ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্যবলির প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত চেয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।