মেহেরপুর জেলার গাংনী উপজেলায় টিআর, কাবিখা, কাবিটা কর্মসূচির আওতায়
বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন না করে বরাদ্দকৃত অর্থ উত্তোলনসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। টিম অভিযোগে বর্ণিত ভাটপাড়া ডিসি ইকো পার্ক -এর প্রকল্প দুটিতে পরিদর্শন করে এবং এলাকাবাসীর সাথে সাক্ষাৎ করে অভিযোগের বিষয়ে কথা বলে। উপস্থিত জনসাধারণ প্রকল্প বাস্তবায়নে নানাবিধ অভিযোগ দুদক টিমের নিকট তুলে ধরেন। পরবর্তীতে টিম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গাংনী, মেহেরপুর- এর কার্যালয় হতে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র বিস্তারিতরূপে পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।