গোবিন্দগঞ্জ পৌর শহরের পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে থেকে সাড়ে ৫ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আজ রোববার বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এস,আই হারুনর রশিদের নেতৃত্বে এস,আই অনিমা রায়,এ,এস আই বদিউজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স হক এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাসে তল্লাশি করে রেখা ও রুবিনা নামের দুই নারীর কাছ থেকে সাড়ে ৫কেজি গাঁজ উদ্ধার করে তাদেরকে আটক করা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, দুই নারীকে সাড়ে ৫কেজি গাঁজা সহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।