অদ্য ১৬/০৯/২০২৫ খ্রী. ঢাকার বনানীস্থ বিআরটিএ কার্যালয়ে বিআরটিএ চেয়ারম্যান জনাব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এর সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ জিল্লুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সড়ক পরিবহন খাতে জনগণের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা সমুন্নত করতে পুলিশ ও বিআরটিএ কিভাবে সমন্বয় করে কাজ করা যায় তা আলোচনা করা হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ-১) জনাব মোঃ আনিছুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জনাব সুফিয়ান আহমেদ এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক গুলশান বিভাগ) জনাব মোহাম্মদ মিজানুর রহমান।