কুষ্টিয়া জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি এবং জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ প্রক্রিয়ায় নানাবিধ দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম প্রথমে কুষ্টিয়া সিভিল সার্জনের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে।
পরবর্তীতে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে নানাবিধ অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে টিম সরেজমিনে পরিদর্শন করে। এ সময় আবাসিক ও বহির্বিভাগের রোগীদের সাথে কথা বলে তারা হাসপাতাল থেকে নির্ধারিত টেস্টসমূহ করাতে পারছে কিনা তা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এছাড়া এক্সরে মেশিনসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতির কার্যকারিতা এবং ব্যবহারিক অবস্থা সম্পর্কেও সংগ্রহ তথ্য করা হয়। প্রাথমিক পর্যালোচনায় অভিযোগসমূহের সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলি ও রেকর্ডপত্র পর্যালোচনা সাপেক্ষে টিন কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
👉 অভিযান ০৩:
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলন, কার্যাদেশ প্রদানে অনিয়ম এবং ঠিকাদারদের বিল প্রদানে শতকরা হারে ঘুস দাবিসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাংগামাটি হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সাজেকের গাড়ি পার্কিং সংক্রান্ত কাজ, জেলা পরিষদের টোলের নথি, বিভিন্ন উপজেলায় কাজু বাদামসহ গাছের চারা বিতরণ কাজের নথিসহ অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য কাজের টেন্ডার সংক্রান্ত নথি সংগ্রহ করা হয়। পরবর্তীতে এনফোর্সমেন্ট টিম জেলা পরিষদ সদস্যসহ জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে।
অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে