২০ শে সেপ্টেম্বর ২০২৫ শনিবার ইউ এন তালিকাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছেন আমাসুফ ময়মনসিংহ বিভাগ,জেলা ও মহানগর কমিটি। ময়মনসিংহ জেলা পরিষদ মিলায়তনের হল রুমে আমাসুফ এর ময়মনসিংহ বিভাগীয় প্রধান ইফতেখারুজ্জামান কার্জনের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ক্বারী মোঃ এনায়েত উল্লাহ। এডভোকেট আহসান উদ্দিন ও জনাবা মানছুম বিনতে বাসেত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি,রাজু আহমেদ সুজন,অতিরিক্ত নির্বাহী পরিচালক আমাসুফ কেন্দ্রীয় কমিটি,বিশেষ অতিথি,অধ্যাপক শেখ আমজাদ আলী,১ নং যুগ্ন আহবায়ক ময়মনসিংহ মহানগর বিএনপি,বিশেষ অতিথি,মাওলানা কামরুল হাসান ইমরুল,কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও আমীর,ময়মনসিংহ মহানগর জামায়াত ইসলামী,বিশেষ অতিথি রীতা বেগম,উপ পরিচালক, আমাসুফ কেন্দ্রীয় কমিটি,বিশেষ অতিথি,মীর আব্দুর রহিম,আহবায়ক তরুণ দল মহানগর শাখা ময়মনসিংহ। আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ইফতেখারুজ্জামান ভূঁইয়া কার্জন,বিভাগীয় প্রধান আমাসুফ, সহ সভাপতি জনাব জাহাঙ্গীর আলম,আমাসুফ ময়মনসিংহ বিভাগ, হাফেজ মাওলানা আবু তাহের বিভাগীয় দপ্তর সম্পাদক,আসাদুজ্জামান আকন্দ জুয়েল, সভাপতি,আমাসুফ ময়মনসিংহ জেলা, মোঃ মিজানুর রহমান,সাধারণ সম্পাদক,আমাসুফ ময়মনসিংহ জেলা,মোহাম্মদ ওয়াহেদুল ইসলাম আমাসুফ সভাপতি,ময়মনসিংহ মহানগর,মোহাম্মদ মাসুদ আলম,সিনিয়র সহ সভাপতিমহানগর কমিটি,আব্দুল হাসিম, সহ সভাপতি,মহানগর কমিটি, তারেক মাহমুদ,সভাপতি,সদর উপজেলা কমিটি,মোমেনুল ইসলাম,১৯নং ওয়ার্ড সভাপতি, ১৮ নং ওয়ার্ড সভাপতি এবং সাব্বির আহমেদ সহ আরো অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছি। আমাসুফ একটি অরাজনৈতিক অলাভজনক সংগঠন ইতিমধ্যে সংগঠনের কার্যক্রম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও যথাযথ ভূমিকা রাখছে। তিনি আরো বলেন আমাসুফ জন্ম লগ্ন থেকে মানবাধিকার লংঘন প্রতিরোধে আপোষহীন হয়ে কাজ করছেন। ইতিমধ্যে আমাদের সংগঠন আমাসুফ অনলাইনে ট্রেনিং সহ জনসাধারণকে সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে আমি আশাবাদী খুব শীঘ্রই বাস্তবায়ন হবে। বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ বলেন মানবাধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব মানবতার কল্যাণে আমরা আত্মনিয়োগ হব। আলোচনা শেষে কেক কেটে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্তি করা হয়।