কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি আভিযানিক টিম অদ্য ২০/০৯/২০২৫ ইং তারিখে কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশন ০৭নং পার্কিং এর প্রবেশ মুখে রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ জালনোট ব্যবসায়ী আসামী ১। মোঃ আজিম (৩০), পিতা- মৃত মাহবুল হক, মাতা- মাসুদা বেগম, সাং- আগুনশাইল, পাটোয়ারী বাড়ী, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা বর্তমানে রিয়াজ উদ্দিন বাজার, ৫১নং সুপার মার্কেট, মুরগীহাটা লেইন, রফিক সওদাগরের বিল্ডিংয়ের ৩য় তলার ভাড়াটিয়া, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার পুর্বক তার হেফাজত হতে ৯৩,৫০০/-টাকার জাল নোট ও ২টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় সে উক্ত জব্দকৃত জাল টাকার নোট গুলো সে তার সহযোগী মোঃ সোহাগ (৩৬), পিতা- মোঃ ছগির আহাম্মদ, মাতা- মোসাঃ রওশন আরা বেগম, সাং-আশার কোটা, থানা- নাঙ্গলকোট, জেলা- কুমিল্লা বর্তমানে রিয়াজ উদ্দিন বাজার, আল্লাহরদান বিল্ডিং এর ২য় তলার ভাড়াটিয়া, মুরগিহাটা লেইন, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম এর সহায়তায় পরস্পর যোগসাজশে জাল টাকার নোটের ব্যবসা করে থাকে এবং জব্দকৃত ওয়াকিটকির মাধ্যমে তারা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন পূর্বক দীর্ঘদিন যাবত জাল নোটের ব্যবসা করে আসছে মর্মে স্বীকার করে।