আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ দুপুর ০২.০০ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এর সম্মেলন কক্ষে হাইওয়ে পুলিশের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা।
বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী
সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু অ্যাডিশনাল আইজি),অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত),
হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন) জনাব মোঃ শামসুল আলম। এসময় হাইওয়ে পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ আবেগঘন পরিবেশে বিদায়ী কর্মকর্তার প্রতি তাদের অনুভূতি প্রকাশ করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সহকর্মীদের বক্তব্যে বিদায়ী কর্মকর্তা দক্ষতা, মানবিক গুণাবলী এবং পেশাদারিত্বের প্রশংসা করা হয়। বক্তারা বিদায়ী অতিথির কর্মময় জীবনের সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন। বিদায়ী অতিথি তার বক্তব্যে হাইওয়ে পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে তাকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।