গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. আরিফ হোসেন (অনিক) বুয়েটের শিক্ষক হিসাবে যোগদান করেছেন।
গত শনিবার ১৯-মে/ বুয়েটের এমএমই বিষয়ের প্রভাষক পদে যোগদান করেন তিনি। অনিক গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রি) কলেজের সহকারী অধ্যাপক (হিসাব বিজ্ঞান) মো. আফজাল হোসেনের সুযোগ্য পুত্র।
অনিকের জন্য তার বাবা-মা পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করে জানান, আল্লাহ যেন তাকে সুস্থ্য রেখে সততার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করে দেশের সেবা করতে পারে।
প্রসঙ্গত, অনিক ২০১৭ সালে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এস.এস.সি জিপিএ ৫.০০ এবং ২০১৯ সালে নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ.এস.সিতে জিপিএ ৫.০০ পেয়ে বুয়েটে ভর্তি হয়।
এদিকে অনিকের জমজ ভাই আসিফ হোসেন (অয়ন) ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত।
এছাড়া অনিকের একমাত্র বড় বোন আনিকা জয়পুরহাট ক্যাডেট কলেজ থেকে এস.এস.সিতে রাজশাহী বোর্ডের মেধা তালিকায় ১১ এবং এইচএসসিতে ১৭-তম স্থান অধিকার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে ডাক্তারী কোর্স সম্পন্ন করে বর্তমানে আমেরিকায় বসবাস করছেন।