বগুড়া চারমাথার প্রাণ কেন্দ্রের সেঞ্চুরি মর্টেলে দুই বিভাগের ডিলারদের নিয়ে এক বিশাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০.০০ টা থেকে বিকাল ৫.৩০ মিনিট পর্যন্ত হতে যাওয়া এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মঞ্জরুল হুদা,পরিচালক লুমিনাস গ্রুপ লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সামছুল তাবরিজ, পরিচালক লুমিনাস গ্রুপ লিমিটেড,প্রধান মাষ্টার টেইনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনোয়ার হোসাইন পরিচালক প্রশাসন,লুমিনাস গ্রুপ লিমিটেড,আরও অতিরিক্ত মাষ্টার টেইনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব আঃ কাদের জয় উপ- পরিচালক লুমিনাস গ্রুপ লিমিটেড, বায়োচারের উদ্ভাবক কৃষিবিদ মমিনুল ইসলাম মনিম, রাজশাহী ডিভিশনের দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ জনাব সানোয়ার হোসেন।এতে গোবিন্দগঞ্জের ডিলার জনাব মোঃ শরিফুল ইসলামসহ দুই বিভাগের ১২০ জন ডিলার উপস্থিত ছিলেন। দুই বিভাগের আরো চারজন মাস্টার ট্রেইনার উপস্থিত ছিলেন। কৃষিবিদ জবাব মমিনুল ইসলাম মনিম ডিলারদের উদ্দেশ্য একটি মেসেজ দেন কৃষকদের ইউরিয়া সারের বদলে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড ন্যানো গ্রোথ নামের একটি লিকুইড স্যার উদ্ভাবন করে বাজার জাত করেছেন যা ৫০০ মিলি লিকুইড ৫০ কেজি সারের সমান কাজ করবে। এই লিকুইড সার কৃষকদের মাঝে ব্যাপক সারা ফেলেছে।