জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ নিলাক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম রূপন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো)-এর আগামী তিন বছরের জন্য যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শিক্ষাক্ষেত্রে তাঁর নিষ্ঠা ও দক্ষতার কারণে তিনি শিক্ষক সমাজে ইতিমধ্যে একজন গুণী ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর এই অর্জনে বকশীগঞ্জসহ সারাদেশের শিক্ষক ও শিক্ষানুরাগী মহলে বইছে আনন্দের জোয়ার।
যুগ্ম সাংগঠনিক সম্পাদক হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় ভরে উঠেছে টাইমলাইন। সর্বস্তরের মানুষ তাঁর এ সফলতা উদযাপন করছেন।
শিক্ষা ও নেতৃত্ব—দুই ক্ষেত্রেই শহিদুল ইসলাম রূপনের দৃপ্ত পদচারণা আগামীতেও সবার মাঝে ইতিবাচক প্রভাব রাখবে বলে আশা প্রকাশ করেছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।