গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩১। উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা উত্তরপাড়া গ্রামে এঘটনা ঘটে। শিশুর মা গতকাল ১৮ মে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে।
মামলা ও পুলিশী সূত্রে জানা যায়, ৯ মে শিশুটি বাড়ির পাশে খেলা করার সময় তাকে শাহাদাত হোসেন সাদ্দাম নামের ৩০ বছরের এক যুবক বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বর্তমানে শিশুটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ অভিযোগ পাওয়ার পর ফাসিতলার আফসার আলী ইদুর ছেলে শাহাদাত হোসেন সাদ্দাম কে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম শিশু ধর্ষণের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।