গাজীপুর মহানগর এর ১৪ নং ওয়ার্ড কড্ডা নান্দন এলাকায় রাত আনুমানিক আড়াইটার দিকে কালো হাইস গাড়ি নিয়ে একদল ডাকাত হাজী মোঃ আলতাফ হোসেন পিতা মৃত নায়েব আলী মাতা মৃত হনুফা বেগম ১৪ নং ওয়ার্ড কড্ডা নান্দন বাসন থানা গাজীপুর মহানগর হাজী মোঃ আলতাফ হোসেন জানান তাকে প্রচন্ড মারধর করেন এবং তার ছেলে ফয়সাল আহমেদকে ঘরের দরজা ভেঙে প্রচন্ড মারধর করেন এবং সবাইকে অস্তরের মুখে জিম্মি করে রাখেন ডাকাত দল বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে বাড়ির গ্রিল কেটে বাড়ির ভিতর প্রবেশ করে পরে বাড়ির মালিক আলতাব হোসেনকে হাত-পা বেঁধে গলায় ছুরি ধরে ডাকাত সদস্য দুইতালায় আলতাফ হোসেনের ছেলের রুমে গিয়ে ডাক দিলে ছেলে দরজা দরজা খুলে না পরে আমকি ধুমকি ও আলতাব হোসেনকে হত্যা করার উদ্দেশ্যে ছুরি গলায় ধরে রাখে এবং বাসার টাকা প্রায় লক্ষাধিক টাকা ও পরিবারের সকল সদস্যের বিষ ভরি স্বর্ণের অলংকার নিয়ে সবাইকে মারধর করে ডাকাত দল হাইস গাড়িযোগে পালিয়ে চলে যায় ও হুমকি দিয়ে গেছে মামলা করলে বা কাউকে বললে সপরিবারে হত্যা করবে ডাকাত দল চলে গেলে তাদের ডাক শিক্ষারে বাড়ির ভাড়াটিয়া ও আশপাশের লোকজন জড়ো হন এবং ঘটনা জিজ্ঞেস করলে আলতাফ হোসেন বিস্তারিত বলেন পরের দিন সকালে ২০ তারিখ আলতাফ হোসেন বাদী হয়ে বাসন থানায় ডাকাতি মামলা এজাহার করেন অজ্ঞত নামে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে ডিসি ও বাসন থানার ওসি সহ আলতাফ হোসেনের বাড়িতে পরিদর্শনে যান এবং বাসন থানার ওসি জানান আমরা তদন্ত করে ডাকাত দলকে ধরার চেষ্টা করছি